গোসলের ফরজ ৩ টি
১। কুলি করা।
২। নাকে পানি দেওয়া।
৩। সমস্থ শরীর ভাল করে ধৌত করা।
অজুর ফরজ ৪ টি
১। সমস্থ মুখ ধোয়া।
২। দোন হাতের কনুইসহ ধোয়া ।
৩। সমস্থ শরীর ভাল করে ধৌত করা।
৪। দোন পায়ের টাকনুসহ ধোয়া।
নামাযের ১৩ ফরজ
নামাজের বাহিরে ৭ ফরজ : নামাজের ভেতর ৬ ফরজ :
১। শরীর পাক ।
২। কাপড় পাক ।
৪। ছতর ঢাকা ।
৫। কেবলামুখী হওয়া ।
৬। ওয়াক্ত মত নামাজ পড়া।
৭। নামাযের নিয়ত করা ।
নামাজের ভেতর ৬ ফরজ :
১। তাকবীরে তাহ্রীমা বলা ।
(আল্লাহু আকবরকে তাকবীরে তাহরীমা বলে)
২। খাড়া হয়ে নামাজ পড়া ।
৩। কেরাত পড়া।
৪। রুকু করা।
৫। দুই সেজদা করা।
৬। আখেরী বৈঠক করা।
নামাজের ওয়াজিব ১৪ টি
মাসআলাহ: নামাযে ভূলবসত : কোন ওয়াজিব ছুটিয়া গেলে নামায শেষে সাজদায়ে সাহু করিলে ইনশাআল্লাহ নামায হইয়া যাবে। তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরক করিলে নামায পুনরাই পড়িতে হবে।
১। আলহামদু শরীফ পুরা পড়া।
২। আলহামদুর সঙ্গে সূরা মিলান
৩। রুকুতে দেরী করা।
৪। রুকু হইতে সোজা হইয়া খড়া হয়ে দেরী করা।
৫। ২ সিজদার মাঝখানে সোজা হইয়া দেরী করা।
৬। দরমিয়ানী বৈঠট।
৭। ২ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া ।
৮। ইমামের জন্য কেরাত আস্তে ও জোরে পড়া।
৯। বিতরে নামাযে দু'আয়ে কুনুত পড়া।
১০। ২ ঈদের নামাযে ৬ তাকবীর বলা।
১১। প্রত্যেক ফরয নামাযের প্রথম ২রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা।
১২।প্রত্যেক ফরজগুলির তারতীব ঠিক রাখা।
YouTube Click here
0 Comments
Post a Comment